Blue Origin founder Jeff Bezos speaks after receiving the 2019 International Astronautical Federation (IAF) Excellence in Industry Award during the the 70th International Astronautical Congress at the Walter E. Washington Convention Center in Washington, DC on October 22, 2019. (Photo by MANDEL NGAN / AFP) (Photo by MANDEL NGAN/AFP via Getty Images)

দর্পণ ডেস্ক: বিশ্বের অন্যতম নামী কোম্পানি হিসেবে স্বীকৃতি পেয়েছে আমাজন। আমাজনের প্রতিষ্ঠাতা সেই জেফ বেজসই এবার সংস্থার সিইওর পদ থেকে সরে দাঁড়াতে চলেছেন। মঙ্গলবারই নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি। কোম্পানিটি তার কাছে সন্তানতুল্য। তা সত্ত্বেও এত বড় সিদ্ধান্তটি চূড়ান্তই করে ফেলেছেন জেফ।

জেফ জানাচ্ছেন, আরও বৃহত্তর স্বার্থেই তিনি সরে দাঁড়াচ্ছেন। তার কথায়, “লকডাউনে কোম্পানি দারুণ সাফল্য পেয়েছে। লাভের মুখও দেখেছে। আর এটাই আমার এনার্জি আরও বাড়িয়ে দিয়েছে। অবসর নেওয়ার কোনো ব্যাপার নেই। এই ধরনের প্রতিষ্ঠানের গুরুত্ব আমার কাজের ইচ্ছেকে আরও বাড়িয়ে দিয়েছে।”

উল্লেখ্য, বিশ্বব্যাপী অতিমারির ফলে গৃহবন্দি মানুষের কাছে অনলাইনই ছিল আদর্শ মাধ্যম। শপিং থেকে সিনেমা দেখা-সব সুবিধাই দিয়েছে ই-কর্মাস সাইটগুলো। যার অন্যতম আমাজন। ফলে লকডাউনে কোম্পানির লাভের পরিমাণ দ্বিগুণ হয়েছে। রেভিনিউ বেড়ে হয়েছে ৪৪ শতাংশ। আর এই ঊর্ধ্বমুখী গ্রাফকে আরও উপরের দিকে নিয়ে যেতেই একাধিক পরিকল্পনা রয়েছে জেফের। সেদিকে মনোনিবেশ করতেই সিইও পদটি ছাড়বেন তিনি।

তার চেয়ারে বসবেন আমাজন ওয়েব সার্ভিসের প্রধান অ্যান্ডি জ্যাসি। জেফ বলেন, “প্রায় জন্মলগ্ন থেকেই আমাজনের সঙ্গে যুক্ত অ্যান্ডি। কোম্পানির খুঁটিনাটি সবটাই ও জানে। ওর উপর আমার পূর্ণ আস্থা আছে। খুব ভালো নেতৃত্ব দেবে।”

১৯৯৪ সালে নিজের গ্যারাজে কোম্পানি শুরু করেছিলেন জেফ। ধীরে ধীরে বিশ্বের সঙ্গে পরিচিতি ঘটে। আর বর্তমানে অনলাইন শপিং, মিউজিক, স্ট্রিমিং, ক্লাউড কম্পিউটিং, রোবোটিক্স, আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স-সহ নানা পরিষেবার সঙ্গে যুক্ত এই মার্কিন সংস্থা। অতিমারি পরিস্থিতিতে কাজের অসুবিধা কিংবা পরিষেবায় গলদ নিয়ে বিতর্কে জড়ালেও সার্বিকভাবে লাভের মধ্যেই থেকেছে কোম্পানি। এবার জেফের জুতোয় পা গলিয়ে আমাজনকে এগিয়ে নিয়ে যাওয়ার গুরুদায়িত্ব অ্যান্ডির কাঁধে।