দর্পণ ডেস্ক : মাত্র একটি উৎক্ষেপকের সাহায্যে মহাকাশে সফলভাবে ১৪৩ স্যাটেলাইট পাঠিয়ে রেকর্ড সৃষ্টি করেছে মার্কিন নভোযান প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্পেসেক্স। রোববার ১৪৩তম স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়।

ট্রান্সপোর্টার-১ নামে ওই উৎক্ষেপকের সাহায্যে ওই রেকর্ডসংখ্যক স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়। খবর আনাদোলুর।

খারাপ আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা পর ফ্লোরিডায় স্পেসেক্সের উৎক্ষেপণ কেন্দ্র থেকে ট্রান্সপোর্টার-১ ছোট ওই স্যাটেলাইটটি সফলভাবে উৎক্ষেপণ করেছে।

মহাকাশে প্রেরণ করা ১৪৩ স্যাটেলাইটের মধ্যে ১৩৩টি বাণিজ্যিক এবং ১০টি স্পেসেক্সের নিজের মালিকাধীন প্রতিষ্ঠান স্টারলিংক ইন্টারনেটের।