দর্পণ ডেস্ক : সিরিয়ায় ২০টি বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে কমপক্ষে পাঁচ সেনা এবং ১১ জঙ্গি নিহতের খবর পাওয়া গেছে। বুধবার সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, পূর্ব সিরিয়ায় অস্ত্রের ডিপো এবং সামরিক অবস্থানগুলোতে হামলা করে ইসরাইলি সৈন্য। আলজাজিরা।

ব্রিটেনভিত্তিক যুদ্ধ মনিটরের মতে, ইসরাইলি বিমানবাহিনী পূর্বের শহর দেইর আজ জোড় থেকে সিরিয়ার-ইরাকি সীমান্তের আল-বুকামাল প্রান্তরে বিস্তৃত এলাকায় ১৮টিরও বেশি হামলা চালিয়েছে।

এই অভিযানে ইরানপন্থী আফগান যোদ্ধাদের অন্তর্ভুক্ত ইরান বিপ্লব রক্ষীবাহিনী, লেবাননের হিজবুল্লাহ এবং ফাতেমিয়ুন বিভাগের অন্তর্ভুক্ত পাঁচ সিরিয়ান সেনা ও ১১ মিত্র যোদ্ধা নিহত হয়েছেন। পর্যবেক্ষণকারীরা বলেছে, যদিও তাদের পরিচয় যথাযথ জানা যায়নি।