দর্পণ ডেস্ক : কবে আসবে টিকা এবং সেটা গ্রহণ করার পর কোনো প্বার্শপ্রতিক্রিয়া হবে কিনা; সেটাও নিয়েও রয়েছে সংশয়। করোনার টিকা নিয়ে সাধারণ জনগণের মধ্যে একধরনের জল্পনা-কল্পনা কাজ করছে। মূলকথা, বর্তমান বিশ্বে আলোচনার প্রধান বিষয়বস্তু করোনার টিকা।
এদিকে বাংলাদেশে করোনার ভ্যাকসিন এখনো না আসলেও প্রবাসী অনেক বাংলাদেশি ভ্যাকসিন গ্রহণ করেছেন এবং অনেকে তালিকাভুক্ত হয়েছেন বলে জানা গেছে। এরমধ্যে টিভি অভিনেত্রী ও উপস্থাপিকা নওশীন শরীরে ভ্যাকসিন গ্রহণ করেছেন বলে জানিয়েছেন।
নওশীন এখন যুক্তরাষ্ট্রে বসবাস করেন। যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ার কারণেই ভ্যাকসিন গ্রহণের সুযোগ পেয়েছেন এই অভিনয়শিল্পী। করোনার ভ্যাকসিন গ্রহণের কার্ডের একটি ছবি নওশীন ফেসবুকে পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘প্রথম ডোজ কোভিড ভ্যাকসিন গ্রহণ করলাম। আলহামদুলিল্লাহ।’
পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, বুধবার ফাইজার-বায়োএনটেকের টিকার প্রথম ডোজ নিয়েছেন। আরো একটি ডোজ তাকে নিতে হবে। তবে প্রথম ডোজ নেয়ার পর এখনো কোনোরকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি বলে জানিয়েছেন তিনি।