দর্পণ ডেস্ক : শাকিব খানের সঙ্গে যুগলবন্দি হয়ে একের পর এক সিনেমায় অভিনয় করে আলোচনায় উঠে আসেন শবনম বুবলী। হঠাৎ মিডিয়া থেকে আড়ালে চলে যান। কোনোভাবেই তার খোঁজ মিলছিল না। পরিচিতজনরা বলছিলেন, বুবলী যেন হঠাৎ উধাও হয়ে গেছেন! বুবলীর মুঠোফোনেও পাওয়া যাচ্ছিল না। এমনকি চলচ্চিত্রাঙ্গনের লোকজনও তার সংবাদ বলতে পারছিলেন না। হঠাৎ কেন নিজেকে আড়াল করলেন বুবলী? এ নিয়ে নানা গুঞ্জন উড়েছে ঢাকাই চলচ্চিত্রাঙ্গনে।
দীর্ঘদিন পর সম্প্রতি একটি ফটোশুটের ছবি নিজের ফেসবুকে শেয়ার করেন বুবলী। এরপর আবারো আলোচনায় আসেন তিনি। তার মা হওয়ার গুঞ্জনসহ একাধিক মুখরোচক গসিপ নিয়ে মুখ খুলেন বুবলী। এ অভিনেত্রী বলেন, আসলে আমার প্রেম, বিয়ে, সংসার, সন্তান নিয়ে সব সময় নানা ধরনের কথা হয়েছে। আমার কাছে মনে হয়, ব্যক্তিগত বিষয় নিয়ে কথা নাই বলি! সময়ের সঙ্গে সবকিছুই পরিষ্কার হবে। আমরা যারা বিনোদন অঙ্গনে কাজ করি, কাজের জন্য সবাই আমাদের ভালোবাসেন। তাই আমিও চাই না, ব্যক্তিগত জীবন কাজের চেয়ে বেশি ফোকাসড হোক।
গুঞ্জনে কান না দেয়ার আহ্বান জানিয়ে বুবলী বলেন, একতরফা অনেকে অনেক কিছুই শোনেন। এটাও ঠিক, আমরা যারা বিনোদন অঙ্গনে কাজ করি, তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কেও অনেকে অনেক কিছু জানতে চান। সেই চাওয়া ও আগ্রহকে অবশ্যই সম্মান করি। তাই বলে অনেক কল্পকাহিনি শুনে আপনারাও অনেক কিছু একতরফাভাবে বাছবিচার করে ফেলবেন না যেন! সময়টুকুর প্রতি সম্মান দিন। সবকিছু একটা নির্দিষ্ট সময় পর সবার কাছে পরিষ্কার হয়। আমি বলব, গল্পের পেছনেও অনেক গল্প থাকে, তাই আমরা আপাতত ওসবে কান না দিই।