দর্পণ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার মওদুদ আহমেদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বিষয়টি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, আজ মঙ্গলবার দুপুরে ব্যারিস্টার মওদুদের চিকিৎসার জন্য প্রফেসর ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ৬ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। মেডিকেল বোর্ডের প্রধানের সঙ্গে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর কথা বলেছেন। ব্যারিস্টার মওদুদের জন্য পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর মাধ্যমে মহান আল্লাহর দরবারে দোয়া চাওয়া হয়েছে।
এর আগে রক্তের হিমোগ্লোবিন কমে যাওয়ায় গত ২৯ ডিসেম্বর ব্যারিস্টার মওদুদ আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তামানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।