দর্পণ ডেস্ক : যুক্তরাজ্যে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী বুধবার থেকে আবারও লকডাউন জারির ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। স্থানীয় সময় সোমবার জাতির উদ্দেশে ভাষণে এ ঘোষণা দেন তিনি।
লকডাউন চলবে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত। জরুরি প্রয়োজন ছাড়া নাগরিকদের বাড়ির বাইরে যেতে নিষেধ করেন বরিস। এছাড়া সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে মঙ্গলবার থেকে দূরপাঠের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালানো হবে বলে জানান তিনি।
সোমবার যুক্তরাজ্যে শনাক্ত হয়েছে ৫৮ হাজারের বেশি মানুষ। এদিকে, যুক্তরাষ্ট্রে আবারও হাসপাতালে করোনা রোগীদের হাসপাতালে ভর্তির রেকর্ড হয়েছে। সোমবার দেশটিতে এক লাখ ২৮ হাজার ২১০ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি ছিল।
দেশটিতে এখন পর্যন্ত করোনার ভ্যাকসিনের প্রায় ৪৫ লাখ ডোজ দেয়া হয়েছে বলে জানিয়েছে সিডিসি। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে প্রতি ৩৩ সেকেন্ডে গড়ে একজনের মৃত্যু হয়েছে বলে জন হপকিন্সের তথ্যে উঠে এসেছে বলে জানিয়েছে সিএনএন।
গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।