দর্পণ ডেস্ক : সৌরভ গাঙ্গুলী বুকে ব্যথা নিয়ে আচমকা শনিবার (২ জানুয়ারি) হাসপাতালে বেলা ১টায় ভর্তি হন। ভারতের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিসিআই সভাপতিকে দক্ষিণ কলকাতার বেসরকারি উডল্যান্ডস হাসপাতালে নেয়া হয়।
হাসপাতালের চিকিৎসকরা তার শারীরিক ব্যাপারে বিস্তারিত খতিয়ে দেখে জানান ‘মাইল্ড কার্ডিয়াক অ্যারেস্ট’ হয়েছে সৌরভের। ভর্তির সময় সৌরভের পালস ছিল মিনিটে ৭০ এবং প্রেসার ছিল ১৩০ বাই ৮০। ইকোকার্ডিওগ্রাম ও এনজিওগ্রাম করে তার ধমনিতে ব্লকেজ ধরা পড়ে। তার চিকিৎসায় গঠন হয়েছে ৫ সদস্যের টিম।
এরপর চিকিৎসক স্বরোজ মন্ডল ও সপ্তির্ষি বসুর তত্ববধানে প্রাথমিকভাবে এনজিও প্লাস্টিরির সিদ্ধান্ত নেন। আপাতত একটা স্টেইন বসানোর প্রক্রিয়া চলছে। তবে চিকিৎসকের তরফে জানানো হয়েছে কোনো উদ্বেগের কারণ নেই। সৌরভের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।
শনিবার সকালে নিজের বাড়িতেই শরীরচর্চা করছিলেন তিনি। সেই সময় হঠাৎই মাথা ঘুরে পড়ে যান। এরপর জ্ঞান এলে বুকে ব্যথার পাশাপাশি পিঠে ও কাঁধে ব্যাথার অনুভব করেন তিনি। জানা যায়, শুক্রবার রাত থেকেই কিছুটা অসুস্থ ছিলেন সৌরভ।