দর্পণ ডেস্ক : গেল এক যুগ ধরে ঢাকাই সিনেমার রাজত্ব করে চলেছেন শীর্ষ নায়ক শাকিব খান। অথচ এই নায়ককে নাকি নায়কই মনে হয় না মডেল ও অভিনেত্রী আফ্রি সেলিনার কাছে। সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া শাহরিয়ার নাজিম জয় এর উপস্থাপনা এবং সেহাঙ্গল বিপ্লবের পরিচালনায় চ্যানেল আইয়ের বিশেষ টক-শো ‘৩০০ সেকেন্ড’ এ এমন মন্তব্য করেন এই অভিনেত্রী।
জয় তার প্রশ্নে আফ্রির কাছে জানতে চান, জনপ্রিয় অথচ এমন একজন অভিনেতার নাম বলুন যাকে আপনার নায়কই মনে হয় না। সেই প্রশ্নে আফ্রির সোজাসাপ্টা উত্তর, শাকিব খান। আর এমন মন্তব্যে এই অভিনেত্রীর উপর ক্ষিপ্ত হন শাকিব ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে নানারকম তর্ক বিতর্ক চলতে দেখা যায়। শাকিব খান সম্পর্কে এই মন্তব্য করে নেটিজেনদের তীর্যক মন্তব্যের মুখে পড়েছেন আফ্রি।