দর্পণ ডেস্ক : গতকাল রোববার ছিল মডেল নোবেল ও অভিনেত্রী আফসানা মিমির জন্মদিন। ১৯৬৮ সালের ২০ ডিসেম্বর দু’জনের জন্ম। নোবেলের জন্ম চট্টগ্রামের চন্দ্রঘোনা মিশনারি হাসপাতালে আর আফসানা মিমির ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে।
একই অঙ্গনে দীর্ঘদিন কাজ করলেও পর্দায় একসঙ্গে তাদের দেখা যায়নি। নোবেল একটি মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠানের কর্মকর্তা। আর নির্মাতা আফসানা মিমি সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির চলচ্চিত্র ও টেলিভিশন বিভাগের পরিচালক হিসেবে যোগ দিয়েছেন। বিনোদন অঙ্গনে কাজ করতে এসে নব্বইয়ের দশকে তাদের পরিচয়। তখন থেকেই বন্ধুত্ব, যা এখনো অটুট।