দর্পণ ডেস্ক : আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাঙালি জাতির জীবনে সবচেয়ে গৌরবোজ্জ্বল দিন। স্বাধীনতার জন্য যে অকুতোভয় বীর সন্তানেরা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, গভীর বেদনা ও শ্রদ্ধায় তাদেরকে স্মরণ করা হচ্ছে।

দেশের সর্বস্তরের মানুষ যোগ দিয়েছেন এ উৎসবে। বাদ যাননি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকারাও।

নিজের ফেসবুক পেজে জাতীয় পতাকার ব্যাপারে আবেগঘন এক পোস্ট করেছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বারবার এই পতাকার নিচেই আসা আকুল আর্তিও জানিয়েছেন তিনি।

মাশরাফি লিখেছেন, ‘এটা আমার কাছে শুধু একটি পতাকাই না আমার অস্তিত্ব আমার অনুভুতি,আমার ভালোবাসা।আমি মরেও বারবার চাইবো এ পতাকা তলে আসতে।আমি গর্বিত আমি একজন বাংলাদেশি।’

তিনি আরও যোগ করেন, ‘৭১ এর সাহসী সকল শহিদদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা। “যে মাটির চির মমতা আমার অঙ্গে মাখা” সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’

ভিন্ন আরেক পোস্টে মাশরাফি লিখেছেন, ‘জাতিগতভাবে আমাদের সবচেয়ে আবেগঘন বিজয় আসে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর। সেই থেকে বিশ্বমঞ্চে আমাদের পথচলা শুরু। এই পথযাত্রায় প্রয়োজন দেশের মানুষের প্রাণবন্ত প্রয়াসে বিভিন্ন ক্ষেত্রে ছোটো বড় অসংখ্য বিজয়।’

সারাদেশের মানুষ আজ আনন্দ-উৎসব এবং একই সঙ্গে বেদনা নিয়ে দিবসটি পালন করবে।