দিবাকর সরকার, কলাপাড়া(পটুয়াখালী): কলাপাড়ায় কোভিট-১৯ মোকাবেলায় অসহায় হতদরিদ্রদের বিনামূল্যে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভবনে এ চিকিৎসাসেবা প্রদান করে শেখ হাসিনা সেনানিবাসের সপ্তম পদাধিক ডিভিশনের সদস্যরা। জীবানুনাশক টানেল বসিয়ে ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ সময় দুই শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরন করা হয়। ক্যাপ্টেন মোস্তফা সাঈদ জানান, চলমান মেডিকেল ক্যাম্পের অংশ হিসেবে দুই শতাধিক হতদরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ঔষধ প্রদানকরা হয়েছে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.