দিবাকর সরকার, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকদের বিভিন্ন দাবী-দাওয়া নিয়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কৃষক সমিতি টিয়াখালী ইউনিয়ন শাখার উদ্যোগে মঙ্গলবার বেলা ১১ টা থেকে ১২ পর্যন্ত পৌরশহরের চৌ-রাস্তা সংলগ্ন এলাকায় এ কর্মসূচী পালন করেন। মানববন্ধনে স্থানীয় কৃষক ও তাদের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তাদের দাবী গুলো হচ্ছে-কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য, প্রতিটি ইউনিয়নে ক্রয়কেন্দ্র স্থাপন, সরাসরি কৃষকের কাছ থেকে ধান-চাল ক্রয়, স্লুইজগেট ব্যবস্থাপনায় কৃষকের স্বার্থ সংরক্ষন করা, ধান চাল পরিমাপের ক্ষেত্রে পুরাতন রীতি ৪৬ কেজিতে মন এর হিসাব পরিবর্তন করে ৪০ কেজিতে এক মন হিসাব প্রর্বতন করা, অধিগ্রহণকৃত জমির মূল্য দ্রুত প্রাপ্তি।
বাংলাদেশ কৃষক সমিতি টিয়াখালী ইউনিয়ন শাখার আহবায়ক মো. মাকসুদ তালুকদার’র সভাপতিত্বে বক্তব্যে রাখেন, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি খেপুপাড়া শাখার সাধারন সম্পাদক কমরেড নাসির তালুকদার, আমতলী উপজেলার ন্যাপ নেতা খান মতিউর রহমান, ইউ,পি সদস্য ও কৃষকলীগ টিয়াখালী ইউনিয়ন শাখার সভাপতি মো. ইব্রাহিম মিয়া, কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার আহবায়ক প্রভাষক রফিকুল ইসলাম, কৃষক সমিতি নীলগঞ্জ ইউনিয়ন শাখার আহবায়ক জিএম মাহবুবুর রহমান, কৃষক মো.মোকছেদ মিয়া, নয়নাভিরাম গাইন সহ আরো অনেকে।