দর্পণ ডেস্ক :  গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখনও ফলাফল জানতে বাকি অন্তত পাঁচটি অঙ্গরাজ্যের। বিবিসি-সিএনএনের মতো কিছু গণমাধ্যম অবশ্য অ্যারিজোনাকেও রেখেছে এ তালিকায়। ফলে প্রশ্ন উঠছে- উন্নত দেশটিতে ভোট গণনায় এত সময় লাগছে কেন?

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, যুক্তরাষ্ট্রের নির্বাচনে ফলাফল ঘোষণায় বিলম্ব হওয়ার অন্যতম কারণ- অ্যাবসেন্টি (অনুপস্থিতি) ও প্রভিশনাল (শর্তযুক্ত) ব্যালট।

অ্যাবসেন্টি বা অনুপস্থিতি ব্যালট কী?
উইকিপিডিয়ার তথ্যমতে, সাধারণত যেসব ভোটার নির্বাচনের দিন স্বশরীরে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে নারাজ বা অক্ষম, তাদের কাছে আগাম ভোটের ব্যালট পাঠানো হয়। পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে তারা সেগুলো ডাকযোগে নির্বাচনী কর্মকর্তাদের কাছে ফেরত পাঠান। এটিকেই অ্যাবসেন্টি ব্যালট বা ডাকভোট বলা হয়।

প্রভিশনাল বা শর্তযুক্ত ব্যালট কী?
কোনও ভোটার যদি ভোটকেন্দ্রে আসার সময় নিজেদের পরিচয়পত্র রেখে আসেন বা ভোট দিতে প্রয়োজনীয় অন্য কোনও তথ্য দিতে না পারেন, তখন তাকে এই আপৎকালীন ব্যালট দেয়া হয়। যুক্তরাষ্ট্রের আইন অনুসারে, প্রাপ্তবয়স্ক যে কেউ ভোটকেন্দ্রে হাজির হয়ে আবশ্যক তথ্য দিতে না পারলেও তাকে ব্যালট দিতে হবে। ভোটার সেই ব্যালটের মাধ্যমে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন, যা নির্বাচনী কর্মকর্তারা আলাদা করে রাখেন। পরে ওই ব্যক্তির ভোট দেয়ার যোগ্যতা রয়েছে কিনা, তা যাচাই করা হয়। এ পরীক্ষায় পাস করলে তবেই তার ভোট গণনায় নেয়া হয়।