দর্পণ ডেস্ক : অনেক নাটকীয়কতার পর বার্সেলোনাতেই থেকে গেছেন লিওনেল মেসি। তবে মেসির ভক্ত সাকিব আল হাসান আর্জেন্টাইন তারকাকে ম্যানচেস্টার সিটি অথবা পিএসজিতে দেখতে চেয়েছিলেন। ইউটিউব ভিডিওতে এমনটাই জানিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
নিজের ইউটিউব চ্যানেলের মাধ্যমে সাংবাদিক ও ভক্ত-সমর্থকদের অনেক প্রশ্নের জবাব দিয়েছেন সাকিব। মেসির বার্সেলোনা ছাড়তে চাওয়ার ইস্যুতে সাকিবকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সত্যি বলতে, আমি চাইছিলাম মেসি ছেড়ে দিক। বার্সা ছেড়ে ম্যানসিটিতে অথবা পিএসজিতেই যাক। আমার ধারণা, ওই দুই জায়গায় গেলে অনেক ভালোভাবে খেলতে পারতো। ফ্রিভাবে খেলতে পারতো। যেহেতু ওর ক্যারিয়ারের একদম শেষ সময়।
এই বছর আর পরের বছর হয়তো ভালোভাবে উপভোগ করতে পারতো, যেটা হয়তো বার্সেলোনাতে অতটা সম্ভব নয়, কারণ গত তিন-চার বছর ওর একার ওপর অনেক চাপ।’ নতুন কোচ রোনাল্ড কোম্যানের অধীনে সময়টা খুব একটা ভালো কাটছে না লিওনেল মেসির। সাকিব চান, শেষবেলায় বার্সেলোনাকে ভালো কিছু উপহার দেবেন মেসি। বাংলাদেশের এই ক্রিকেটার সুপারস্টার বলেন, ‘শেষ পর্যন্ত যেহেতু বার্সেলোনাতেই আছে সে, আমি চাইবো, নিজের সেরাটা দিয়ে বার্সেলোনাকে শিরোপা এনে দিয়ে যেন বের হতে পারে, যদি পরের বছর বের হতে চায়।’

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.