দর্পণ ডেস্ক : গত ৪৭ বছরে এত বাজে সময় আসেনি ম্যানচেস্টার ইউনাইটেডের। চলতি মৌসুমে ঘরের মাঠে খেলা শেষ চার ম্যাচে জয়হীন রেড ডেভিলরা। ১৯৭২-৭৩ মৌসুমের শুরুতে টানা ৪ ম্যাচ জয়হীন ছিল তারা। ইংলিশ প্রিমিয়ার লীগে রোববার রাতে ওলে গানার সুলশারের দল আর্সেনালের কাছে হেরেছে ১-০ গোলে। ওল্ড ট্র্যাফোর্ডে ১৪ বছর পর জিতল গানাররা। ২০০৬ সালে শেষবার একই ব্যবধানে জিতেছিল তারা।
সব প্রতিযোগিতা মিলিয়ে আর্সেনালের বিপক্ষে ৯৯ ম্যাচ জেতা ম্যানইউ ছিল শততম জয়ের অপেক্ষায়। কোচ ওলে গানার সুলশারেরও কোচ হিসেবে এটা ছিল শততম ম্যাচ। উপলক্ষটা মলিন হলো হারের বেদনায়।
প্রথমার্ধে একাধিক গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ দু’দলই। গোলশূন্যতে শেষ হয় প্রথমার্ধ। ৬৯ মিনিটে সফল স্পটকিক থেকে আর্সেনালকে এগিয়ে দেন পিয়েরে এমেরিক অবামেয়াং। শেষ দিকে ভ্যান ডি বিকের শট পোস্টে লাগলে হারের বেদনা নিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড।