দর্পণ ডেস্ক : গত ১৭ সেপ্টেম্বর মাকে হারিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এরপর থেকেই একেবারেই ভালো নেই তিনি। মায়ের অসুস্থতা ও পরবর্তীতে চলে যাওয়ার কারণে অপু বিশ্বাস কাজ থেকেও বিরতি নেন। তবে চলতি নভেম্বরেই নতুন ছবির মাধ্যমে ফিরছেন তিনি। অপু বিশ্বাস বলেন, অনেক দিন হলো কাজে নেই। কিন্তু কাজ তো আসলে করতেই হবে। কাজের মধ্যে থাকলে হয়তো মনটা ভালো থাকবে।
‘ছায়াবৃ’ নামের একটি অনুদানের ছবিতে আগেই চুক্তিবদ্ধ হয়েছি। এর পরিচালক বন্ধন বিশ্বাস। অক্টোবর থেকে শুটিং করার কথা ছিল। মায়ের অসুস্থতার জন্য তখন করতে পারিনি। চলতি নভেম্বর থেকে এ ছবির শুটিং শুরু করবো। এখানে আমার নায়ক নিরব। ছবির গল্পটি খুব ভালো। আমার বিশ্বাস খুব ভালো কিছু হবে।