দর্পণ ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তুরস্কে প্রেসিডেন্ট রিসেফ তাইয়্যেপ এরদোয়ানের ঘনিষ্ঠ দুই কর্মকর্তা। প্রেসিডেন্টের মুখপাত্রকে উদ্ধৃত করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

আক্রান্ত হলেও তাদের দুজনের তেমন কোনও লক্ষণ নেই। চিসিৎসাও প্রায় শেষ পর্যায়ে বলে শনিবার সংবাদমাধ্যমকে জানান এরদোয়ানের মুখপাত্র ইব্রাহিম কালিন । তারা কতদিন আগে আক্রান্ত হয়েছেন তা জানাননি ইব্রাহিম। জানানো হয়নি আক্রান্তদের নামপরিচয়ও।

তুরস্ক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সইলু নিজেদের স্ত্রী ও কন্যার করোনায় পজিটিভের খবর দেওয়ার পর সরকারের শীর্ষ পর্যায়ের দুই কর্মকর্তার আক্রান্তের খবর আসলো।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, করোনায় আক্রান্ত দুই কর্মকর্তা প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে নিয়মিতই যোগযোগ করে থাকেন। শনিবার ভূমিকম্প বিধ্বস্ত এলাকা ইজমির পরিদর্শনেও গিয়েছিলেন তারা।

তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন কোকে শনিবার জানিয়েছেন, সবশেষ একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তাদের দেশে ৭৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে সংক্রমিত হয়েছে আরও ২ হাজার ২১৩ জন।

সরকারি হিসেবে তুরস্কে এই নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ২৫২ জনে। মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার।