দর্পণ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘনিয়ে আসায় সম্প্রতি নতুন করে জরিপ চালায় সংবাদমাধ্যম সিএনএন এবং জরিপ সংস্থা এসএসআরএস । ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন সেখানেও এগিয়ে রয়েছেন।
সোমবার সিএনএন-এর খবরে বলা হয়েছে, জাতীয় পর্যায়ে তাদের সর্বশেষ এ জরিপেও এগিয়ে রয়েছেন বাইডেন। এমনটাই উঠে এসেছে একাধিক জনমত জরিপে।
জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে ৫৪ শতাংশ বাইডেনকে সমর্থন দিয়েছেন। অন্যদিকে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিয়েছেন ৪২ শতাংশ ভোটার।
২০১৯ সাল থেকে সিএনএন-এর প্রতিটি জরিপেই এগিয়ে আছেন জো বাইডেন। গত বসন্তের পর থেকে জাতীয় পর্যায়ে বড় ধরনের সবকটি জনমত জরিপে এগিয়ে আছেন তিনি। তবে নির্বাচনি বৈতরণী পার হতে গুরুত্বপূর্ণ ‘ব্যাটলগ্রাউন্ড’ বা ‘দোদুল্যমান’ রাজ্যগুলোর বিশেষ ভূমিকা রয়েছে।
সিএনএনের খবরে বলা হয়েছে, জরিপে বাইডেন যতটা সুবিধাজনক অবস্থানে রয়েছেন গত দুই দশকেও শেষ মুহূর্তে কোনও প্রার্থী এতোটা সুবিধাজনক অবস্থায় ছিলেন না।
গত নির্বাচনে সামান্য ব্যবধানে জয় পান বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চার বছর ক্ষমতায় থাকার পর তার জনপ্রিয়তায় উল্লেখযোগ্য কোনও অর্জন হয়েছে; এমন চিত্র দেখা যায়নি।