দর্পণ ডেস্ক : নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার বিয়ে করেছেন। তার স্বামীর নাম রেজা আমিন সুমন। শুক্রবার সন্ধ্যায় পারিবারিক আবহে তাদের বিয়ে সম্পন্ন হয়।

নাট্যপরিচালক চয়নিকা চৌধুরী খবরটি নিশ্চিত করেছেন।

তিনি এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে খবরটি জানান। তিনি লিখেন, শুভকামনা বন্ধু শমী কায়সার তোর নতুন জীবনের জন্য। অনেক ভালো থাকিস সব সময়। কারণ, তুই সব সময় সুন্দর জীবনযাপন করতে চেয়েছিস। সুখী হও এ কামনা।

শমী কায়সারের স্বামী রেজা আমিন পেশায় একজন ব্যবসায়ী। তিনি ইউরো ভিজিল লিমিটেড নামক কোম্পানির সিইও।