দর্পণ ডেস্ক : করোনাভাইরাসে যখন প্রথম লকডাউন শুরু হয়, সেই সময় থেকেই সালমান খানের সঙ্গে বাগানবাড়ি পানভেলে ছিলেন জ্যাকলিন ফার্নান্দেজ। পানভেলের বাগান বাড়িতে খান পরিবারের সঙ্গেই কাটছিল সময়। প্রায় ৩ মাস সালমানের বাগান বাড়িতে কাটিয়ে মুম্বাইতে ফেরার পর বন্ধুর সঙ্গে ছিলেন জ্যাকলিন।
তবে আনলক পর্ব শুরু হতেই শুটিংয়ের কাজ শুরু করেন তিনি। একটি ব্র্যান্ডের শুটিংয়ের কাজ শুরু করতেই, করোনা পরীক্ষার মুখোমুখি হতে হয় জ্যাকলিনের পুরো ইউনিটকে।
জানা গেছে, শুটিং শুরুর আগেই জ্যাকলিনসহ সংশ্লিষ্ট ইউনিটকে কভিড পরীক্ষা করানো হয়। যেখানে ২ জনের শরীরে করোনা থাবা বসিয়েছে বলে জানা যায়। তবে জ্যাকলিন ভালো আছেন।
তার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানান অভিনেত্রী। শুটিং ইউনিটের যে দুজনের শরীরে করোনার জীবাণু ধরা পড়েছে, তাদের কোয়ারেন্টিন করা হয়েছে। বিএমসির পক্ষ থেকে উপযুক্ত ব্যবস্থা নেয়া হয়েছে এ বিষয়ে। সেই কারণে বিএমসিকে ধন্যবাদও জানান জ্যাকলিন।