দর্পণ ডেস্ক : তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ইংল্যান্ড-পাকিস্তানের লড়াইটা ছিল রোমাঞ্চকর। তবে শেষ হাসিটা হেসেছে পাকিস্তানই। মাত্র ৫ রানে জিতে তিন ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করেছে দুই দল। প্রথম ম্যাচটি ভেসে গিয়েছিল বৃষ্টিতে।

পাকিস্তানের ছুড়ে দেয়া ১৯১ রানের লক্ষ্যে খেলতে নেমে জবাবটা ভালোই দিয়েছিল স্বাগতিকরা। এক পর্যায়ে শেষ দুই বলে প্রয়োজন পড়ে ১২ রান। পঞ্চম বলে ছয়ও হাঁকিয়েছিলেন টম কারান। কিন্তু শেষ বলে হারিস রউফের নিখুঁত ইয়র্কারে আর বড় শট নেয়ার সুযোগ পায়নি ইংল্যান্ড।

অথচ এই ইংল্যান্ডই এক পর্যায়ে ৪ উইকেটে ৬৯ রান নিয়ে ধুঁকছিল। তাদের জয়ের আশা জাগে মূলত মঈন আলীর ৩৩ বলে ৬১ রানের ঝড়ে। তিনি যখন ফেরেন তখন ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৮ বলে ১৭ রান। তখন স্কোর ছিল ৮ উইকেটে ১৭৪। টম কারেন ও আদিল রশিদের পক্ষে শেষ দিকে এই স্কোর করা প্রায় অসম্ভবই মনে হচ্ছিল।

এর আগে টস হেরে ব্যাট করা পাকিস্তান সংগ্রহ করে ৪ উইকেটে ১৯০ রান। ৩২ রানে দুই উইকেট পড়ার পর তাণ্ডব চালিয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। ৫২ বলে অপরাজিত থেকেছেন ৮৬ রানে। যে ইনিংসে ছিল ৪টি চার ও ৬টি ছয়ের মার।

সিরিজ ও ম্যাচসেরা দুটি পুরস্কারই জিতেছেন হাফিজ।