দর্পণ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি।
মঙ্গলবার বিকালে এই ফোন করেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
প্রেস সচিব জানান, বিকাল ৫টার দিকে দুই প্রধানমন্ত্রী টেলিফোনে কথা বলেন। তারা কুশল বিনিময় করেন। একে অপরের দেশের মানুষকে শুভেচ্ছা জানান। দুই দেশের সহযোগিতামূলক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি আরও শক্তিশালী করার বিষয়ে একমত পোষণ করেন। দুই প্রধানমন্ত্রীর মধ্যে প্রায় ২০ মিনিট কথা হয় বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাপকালে জানান, বাংলাদেশ নেপালকে ৫০ হাজার মেট্রিক টন সার দেবে।
চলতি রোপন মৌসুমে দেশটিতে সার সংকট তীব্র আকার ধারণ করতে পারে বলে গণমাধ্যমে খবর প্রকাশের পর নেপালের প্রধানমন্ত্রী এই টেলিফোন করেন।
ইহসানুল করিম বলেন, দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার এবং বিভিন্ন খাতে সহযোগিতার প্রতি গুরুত্বারোপ করেন। তারা আশা প্রকাশ করেন, ব্যবসা বাণিজ্য জোরদারে শিগগিরই দুই দেশের মধ্যে প্রিফারেনসিয়াল ট্রেড এগ্রিমেন্ট (পিটিএ) স্বাক্ষরিত হবে।