দর্পণ ডেস্ক : দ্বিতীয় টি-২০তে রেকর্ড সংগ্রহের পরও ইংল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরেছে পাকিস্তান। রোববার ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে অধিনায়ক বাবর আজম ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন। বাবরের ৪৪ বলে ৫৬ ও মোহাম্মদ হাফিজের ৩৬ বলে ৬৯ রানের ইনিংসে ভর করে ইংলিশদের বিপক্ষে সর্বোচ্চ ১৯৫ রান করার পরও জয় নিয়ে মাঠ ছাড়া হয়নি পাকিস্তানের। সফরকারীদের এই ম্যাচ থেকে প্রাপ্তি অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ হাফিজের ব্যাক্তিগত মাইলফলক ছোঁয়া।
টি-২০তে দ্রুততম ৫০০ ও ১০০০ রানের রেকর্ডটা এককভাবে বাবর আজমের। দ্রুততম দেড় হাজার রানের রেকর্ড এর আগে যৌথভাবে ছিল বিরাট কোহলি ও অ্যারন ফিঞ্চের। এবার তাদের সঙ্গী হলেন পাকিস্তান ওয়ানডে ও টি-২০ অধিনায়ক। তিনজনই আন্তর্জাতিক টি-২০তে এই মাইলফলক স্পর্শ করেছেন ৩৯ ইনিংসে।
৫৬ রানের ইনিংসে কোহলিকে একটা জায়গায় ছাড়িয়ে গেছেন টি-২০ র্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটসম্যান। আন্তর্জাতিক টি-২০তে সবচেয়ে বেশি গড় এখন বাবর আজমের।
অন্তত ৫০০ রান করা ব্যাটসম্যানদের মধ্যে বাবর আজমের গড় ৫০.৯০। ৪০ ম্যাচে ১ হাজার ৫২৭ রান করেছেন ২৫ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান। ভারত অধিনায়ক বিরাট কোহলির সংগ্রহ ৫০.৮০ গড়ে ২ হাজার ৭৯৪ রান।