দর্পণ ডেস্ক : চিত্রনায়িকা পরীমনি করোনা মহামারির কারণে দীর্ঘ বিরতিতে ছিলেন। আবারও তিনি শুটিংয়ে ফিরছেন।
আগামী মাস থেকে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন পরীমনি। আবু রায়হান জুয়েল পরিচালিত এ সিনেমার শুটিং করোনার কারণে স্থগিত ছিল। একটানা ২৫ দিন শুটিং করে সিনেমাটির কাজ সম্পন্ন হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা সম্ভব হয়নি। কাজ বাকি রেখেই শুটিং বন্ধ করা হয়। আগামী মাস থেকে বাকি অংশের শুটিং শুরু করবেন বলে জানান এর নির্মাতা।

এ প্রসঙ্গে নির্মাতা আবু রায়হান জুয়েল বলেন, ‘আগামী মাসের ২ তারিখ থেকে শুটিংয়ে যাচ্ছি আমরা। সদরঘাটসহ বেশ কিছু স্থানে ১০ দিন শুটিং করবো। লঞ্চের একটি অংশের জন্য শুধু খুলনা যেতে হবে।’

‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন সিয়াম-পরীমনি। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করছেন- শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, মুনিরা মিঠু, কচি খন্দকার, আশিষ খন্দকারসহ ১৮ জন শিশুশিল্পী। ২০১৮-১৯ অর্থ বছরের সরকারি অনুদানে নির্মিত হচ্ছে সিনেমাটি।