দর্পণ ডেস্ক : গত ১৬ আগস্ট রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ২০১৯-২০২০ অর্থ বছরে সরকারি অনুদানপ্রাপ্ত ‘আশীর্বাদ’ ছবির প্রধান চরিত্র সুবর্ণার ভূমিকায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। কিন্তু মাত্র একদিন পরই অপেশাদার আচরণের অভিযোগে ছবি থেকে বাদ পড়েন অপু।

ফেসবুক লাইভের মাধ্যমে এই তথ্য জানান সিনেমাটির প্রযোজক ও কাহিনিকার জেনিফার ফেরদৌস। অপুকে বাদ দেয়ার সঙ্গে সঙ্গে তার প্রযোজনা সংস্থা নতুন একজন নায়িকা চূড়ান্ত করে ফেলেছে বলেও তিনি জানান। তবে নতুন নায়িকা এবং অন্যান্য শিল্পীদের নাম সিনেমার শুটিং শুরুর আগে প্রকাশ করবেন বলে জেনিফার উল্লেখ করেন।

কিন্তু তার আগেই সেই কাঙ্ক্ষিত নামটি প্রকাশ করে দিলেন ‘আশীর্বাদ’-এর নতুন নায়িকা নিজেই। তিনি হলেন ঢালিউডের আরেক নায়িকা ‘অগ্নিকন্যা’ মাহিয়া মাহি। তিনিই এখন ‘আশীর্বাদ’-এর সুবর্ণা। ছবিতে মাহির বিপরীতে নায়ক থাকবেন রোশান। আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

মুক্তিযুদ্ধের আগের উত্তাল রাজনীতি এবং মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিতব্য ‘আশীর্বাদ’ সিনেমাটি পরিচালনা করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। এই ছবির নায়িকা হতে পেরে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন মাহিয়া মাহি।