দর্পণ ডেস্ক : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই প্রকাশ্যে মুম্বাইয়ের মাফিয়া রাজ নিয়ে কথা বলছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রনাউত। করণ জোহর থেকে শুরু করে রণবীর কাপুর, মহেশ ভাট, আলিয়া ভাট কাউকেই ছাড়েননি তিনি। এসব সমালোচনার কারণে তার টুইটার অ্যাকাউন্ট এখন রয়েছে ট্রেন্ডিংয়ে।
সম্প্রতি এক বিস্ফোরক কথা জানালেন এই অভিনেত্রী। নিজের টুইটার অ্যাকাউন্টে টুইট করে তিনি লেখেন, আমার টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হবে। কারণ আমার সময় ফুরিয়ে আসছে।
আজ তিনি আরও লেখেন, আমার বক্তব্যকে মুম্বাইয়ের মুভি মাফিয়ারা একমাত্রিক ভাবছে। আমার সময় ফুরিয়ে আসছে! যে কোনো মুহূর্তে আমার অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হবে। কিন্তু এর মধ্যেও যে সময় বেঁচে আছে সেখানে মুভি মাফিয়াদের কীর্তি সরাসরি প্রকাশ্যে আনার চেষ্টা চালিয়ে যাব আমি।