দর্পণ ডেস্ক : আনুষ্ঠানিক ঘোষণারই অপেক্ষা ছিল সবার। তার আগেই অবশ্য নিশ্চিত হয়ে যায়, কিকে সেতিয়েনকে বিদায় বলে দিচ্ছে বার্সেলোনা।
গতকাল সোমবার রাতে অবশেষে তার বিদায়ের খবর বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে স্প্যানিশ ক্লাবটি।

লিগ শিরোপা খোয়ানোর পর থেকেই সেতিয়েনের ভবিষ্যৎ নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে লজ্জাজনকভাবে ৮-২ গোলে হারের পর শেষ পর্যন্ত তাকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়ে নেয় কাতালানরা।

বোর্ড সভার পরই বার্সেলোনা বিবৃতিতে জানায়, ‘বার্সেলোনায় আর কোচ থাকছেন না সেতিয়েন। বোর্ড পরিচালকদের একমতের ভিত্তিতেই এমন সিদ্ধান্ত।’

উল্লেখ্য, এই বছরের জানুয়ারিতে বার্সায় যোগ দেওয়া সেতিয়েন দায়িত্ব পালন করেছেন ৭ মাস। বার্সার হয়ে ডাগ আউটে ছিলেন ২৫টি ম্যাচে। এর মধ্যে ১৯টি লিগ ম্যাচে, ৩টি চ্যাম্পিয়নস লিগে ও ৩টি কোপা দেল রেতে। এই সময়ে ১৬টি ম্যাচ জিতেছেন তিনি। হার ৫টি, ড্র ৪টিতে।