দর্পণ ডেস্ক : বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় নোভাক জোকোভিচ এবারের ইউএস ওপেনে খেলবেন।

অনাকাঙ্ক্ষিত বিরতির পর প্রথম গ্র্যান্ডস্ল্যাম হিসেবে আগামী ৩১ অগাস্ট নিউইয়র্কের ফ্লাশিং মিডোসে শুরু হবে প্রতিযোগিতাটি।

বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারীর কারণে প্রতিযোগিতাটি থেকে আগেই নিজেকে সরিয়ে নেন গতবারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। খেলবেন না বিশ্বের এক নম্বর নারী টেনিস খেলোয়াড় অ্যাশলি বার্টিও। হাঁটুতে অস্ত্রোপচার করানোয় খেলতে পারছেন না পাঁচবারের চ্যাম্পিয়ন রজার ফেদেরারও।
নোভাকজোকোভিচ ডটকমে বৃহস্পতিবার ইউএস ওপেনে খেলার ব্যাপারটি নিশ্চিত করেন ৩৩ বছর বয়সী এই সার্বিয়ান তারকা।
‘এটি সহজ সিদ্ধান্ত ছিল না, তবে কোর্টে আবার প্রতিদ্বন্দ্বিতা করতে পারার সম্ভাবনা আমাকে সত্যিই রোমাঞ্চিত করছে।’

আগামী ১৫ আগস্ট নিউইয়র্কে পৌঁছাবেন জোকোভিচ। খেলবেন ওয়েস্টার্ন ও সাউদার্ন ওপেনেও। বর্তমান পরিস্থিতির কারণেই ‘সিনসিনাটি মাস্টার্স’ নামে পরিচিত টুর্নামেন্টটি এবার নিউইয়র্কে আয়োজন করা হচ্ছে।