দর্পণ ডেস্ক : গুণী চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি এখন বাসায় আইসোলেশনে আছেন। তবে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।
শিবলি সাদিকের সহকারী হিসেবে তি‌নি চলচ্চিত্র জীবন শুরু করেন। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘বিশ্বাস অবিশ্বাস’। এরপর ‘কেয়ামত থেকে কেয়ামত’ সি‌নেমার মাধ্য‌মে ব্যাপক প‌রি‌চি‌তি লাভ করেন। এরপর ধারাবাহিক ভাবে বেশ কিছু ব্যাবসা সফল চলচ্চিত্র তিনি উপহার দেন।
সোহানুর রহমান সোহানের হাত ধরে ঢাকাই চলচ্চিত্রে প্রবেশ করেছেন অনেক তারকা। পরবর্তী সম‌য়ে এদের অনে‌কেই আকাশচু‌ম্বি জনপ্রিয়তা অর্জন ক‌রে‌ছেন।
সালমান শাহ, মৌসুমী, শাকিব খানের ম‌তো তারকা এসেছেন তার হাত ধরেই।