দর্পণ ডেস্ক : কণ্ঠশিল্পী জাকিয়া সুলতানা কর্নিয়া ও মিউজিশিয়ান নাবিল সালাহউদ্দিনের গত ২৭ মার্চ বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল। কার্ড-ভেন্যুসহ প্রায় সব চূড়ান্ত হলেও করোনা পরিস্থিতিতে সবকিছু থমকে যায়।

অবশেষে চার মাস অপেক্ষা শেষে মালাবদল করলেন তারা। গত ২৭ জুলাই বিয়ে করেছেন দুজনে।
কর্নিয়া জানান, ‘দুই পরিবারের সম্মতিতে আমরা বিয়ের দিনক্ষণ চূড়ান্ত করেছিলাম। কিন্তু সে সময়ে তা সম্ভব হয়নি। তাই চার মাস পর পরিবারের মতামতে আমাদের বিয়ে হলো।’

পাওয়ার ভয়েস প্রতিযোগিতা থেকে কর্নিয়া উঠে আসেন। এরপর নিয়মিত গান প্রকাশ ও মঞ্চ মাতিয়ে চলছেন। আর নাবিলের শুরুটা হয় সাবকনসাস ব্যান্ডের মাধ্যমে। এসএস ব্যান্ডের প্রতিষ্ঠাতা তিনি। এর আগে কাজ করেছেন আর্ক, প্রমিথিউসসহ অনেক একক শিল্পীর সঙ্গে।
নিজেদের পরিচয় প্রসঙ্গে গায়িকা বলেন, ‘চার বছর ধরে আমরা একসঙ্গে কাজ করছি। সেখান থেকেই নিজের মধ্যে ঘনিষ্ঠতা ও ভালো লাগা। এরপর আমাদের বিষয়টি পরিবারকে জানাই। তাদের আয়োজনেই বিয়েটা করলাম।’

দর্পণ ডেস্ক : কণ্ঠশিল্পী জাকিয়া সুলতানা কর্নিয়া ও মিউজিশিয়ান নাবিল সালাহউদ্দিনের গত ২৭ মার্চ বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল। কার্ড-ভেন্যুসহ প্রায় সব চূড়ান্ত হলেও করোনা পরিস্থিতিতে সবকিছু থমকে যায়।

অবশেষে চার মাস অপেক্ষা শেষে মালাবদল করলেন তারা। গত ২৭ জুলাই বিয়ে করেছেন দুজনে।
কর্নিয়া জানান, ‘দুই পরিবারের সম্মতিতে আমরা বিয়ের দিনক্ষণ চূড়ান্ত করেছিলাম। কিন্তু সে সময়ে তা সম্ভব হয়নি। তাই চার মাস পর পরিবারের মতামতে আমাদের বিয়ে হলো।’

পাওয়ার ভয়েস প্রতিযোগিতা থেকে কর্নিয়া উঠে আসেন। এরপর নিয়মিত গান প্রকাশ ও মঞ্চ মাতিয়ে চলছেন। আর নাবিলের শুরুটা হয় সাবকনসাস ব্যান্ডের মাধ্যমে। এসএস ব্যান্ডের প্রতিষ্ঠাতা তিনি। এর আগে কাজ করেছেন আর্ক, প্রমিথিউসসহ অনেক একক শিল্পীর সঙ্গে।
নিজেদের পরিচয় প্রসঙ্গে গায়িকা বলেন, ‘চার বছর ধরে আমরা একসঙ্গে কাজ করছি। সেখান থেকেই নিজের মধ্যে ঘনিষ্ঠতা ও ভালো লাগা। এরপর আমাদের বিষয়টি পরিবারকে জানাই। তাদের আয়োজনেই বিয়েটা করলাম।’