অনলাইন ডেস্ক : আরমান কোহলি কোথায়? এই মুহূর্তে সেই প্রশ্নই ঘোরাফেরা করছে বি টাউনের অন্দরে। আরমান কোথায় এবার সেই প্রশ্নের উত্তরে তাঁর বাবা রাজকুমার কোহলি উত্তর দিলেন।

রাজকুমার কোহলি বলেন, আমার ছেলে কোথায় রয়েছে, তা জানি না। দয়া করে আমাকে এ বিষয়ে জিজ্ঞাসা করবেন না।’ সম্প্রতি বান্ধবী নীরুরনধাওয়াকে মারধরের অভিযোগ ওঠে আরমান কোহলির বিরুদ্ধে। এমনকী, ৩ বছরের ‘লিভ ইন পার্টনার’ নীরুকে চুলের মুঠি ধরে মেরে সিঁড়ি দিয়ে ফেলা দেওয়া হয় বলেও অভিযোগ পাওয়া যায়। বর্তমানে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি নীরু। ওই ঘটনার পর থেকেই বাড়ি ছাড়া আরমান।

বলিউড অভিনেতা কোথায় গিয়েছেন, সে বিষয়ে পুলিশের কাছে কোনও খবর নেই। কিন্তু, বাড়ি ছাড়লেও নীরুর কাছে ক্ষমা চেয়ে তাঁকে বার বার মেসেজও করেছেন আরমান। যা ইতিমধ্যেই পুলিসের সামনে তুলে ধরেছেন নীরু রনধাওয়া।

এমনকী, বাবা-মায়ের বয়স ৯০ ছুঁয়েছে, তাঁরাও নীরুকে বার বার ফোন করছেন বলেও বান্ধবীর কাছে কাকুতি মিনতি করতে দেখা গিয়েছে আরমানকে। কিন্তু, কোনও কিছুকেই গুরুত্ব দেননি আরমান। আর এরপরই আরমানের বাবা সাফ জানিয়ে দেন, তাঁর ছেলে এই মুহূর্তে কোথায়? তা জানেন না তিনি। জিনিউজ