দর্পণ ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা পপি ।

পপি জানান, তার নমুনা পরীক্ষায় বুধবার করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এখন তিনি খুলনার খালিশপুরের বাসায় থেকে চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন।

তিনি জানান, সপ্তাহখানেক ধরে জ্বর ও কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্তের পর থেকেই পরিবারের সদস্যদের থেকে আলাদা থাকছেন।

এখনও তিনি জ্বর, কাশি ও শ্বাসকষ্ট ভুগছেন জানিয়ে পপি বলেন, “আগামী সপ্তাহে দ্বিতীয়বারের মতো পরীক্ষার জন্য নমুনা জমা দেবো।”

দেশে করোনাভাইরাসের প্রকোপের আগেই জন্মস্থান খালিশপুরে গিয়েছিলেন পপি; পরে করোনাভাইরাসের মধ্যে আর ঢাকায় ফেরেননি তিনি।

নিজের জন্মস্থান ও আশেপাশর এলাকায় অসচ্ছলদের মাঝে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন এ চিত্রনায়িকা।