দর্পণ ডেস্ক : কীর্তি সুরেশ দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী। অভিনয় ক্যারিয়ারে সফল। ২০০০ সালে মালায়ালাম ভাষার ‘পাইলট’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে প্রথম অভিনয় করেন কীর্তি সুরেশ। এরপর আরো বেশ কটি সিনেমা ও টেলিভিশন সিরিয়ালে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন তিনি।
দক্ষিণী সিনেমার বিক্রম, সুরিয়া, বিজয়, পবন কল্যাণের মতো অভিনেতার সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন কীর্তি। শুধু তাই নয়, রজনীকান্তের বিপরীতেও অভিনয় করেছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।
এবার গুঞ্জন উঠেছে, ৬৫ বছর বয়েসী বরেণ্য অভিনেতা কমল হাসানের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হতে যাচ্ছেন ২৭ বছর বয়েসি কীর্তি সুরেশ।
ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, গৌতম মেনন নির্মিত ‘ভেটাইয়াড়ু ভিলাইয়াড়ু’ সিনেমাটি ২০০৬ সালে মুক্তি পায়। এটি বক্স অফিসে দারুণ ব্যবসা করে। এবার নির্মিত হচ্ছে সিনেমাটির সিক্যুয়েল। আর এতে জুটি বেঁধে হাজির হবে কমল হাসান ও কীর্তি সুরেশ। এতে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করবেন কীর্তি। খুব শিগগির এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
বর্তমানে তামিল, তেলেগু ও মালায়ালাম ভাষার চারটি সিনেমার কাজ কীর্তির হাতে রয়েছে। কিন্তু করোনার কারণে দীর্ঘদিন ধরে ঘরবন্দি রয়েছেন তিনি। আগামী আগস্ট থেকে শুটিংয়ে ফেরার কথা রয়েছে তার। করোনার কারণে প্রযোজক-পরিচালক লোকসানের মুখে পড়েছেন। এজন্য পরবর্তী নতুন সিনেমায় পারিশ্রমিক কম নেবেন বলেও জানা গেছে।