দর্পণ ডেস্ক : সুহানা খানের এখনো আলাদা পরিচয় তৈরি হয়নি বলিউডে। বলিউড বাদশাহ শাহরুখের একমাত্র মেয়ে হিসেবেই তিনি থাকেন পেজ থ্রির পাতায়। সুহানাকে নিয়ে বলিউডপ্রেমীদেরও আগ্রহের কমতি নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে সুহানার ছবি পোস্ট করা মাত্রই ভাইরাল। সম্প্রতি মান্নাতে তোলা কয়েকটি ছবি শেয়ার করেছেন সুহানা। এরই মধ্যে ছবিগুলো ভাইরাল হয়ে গেছে। ছবিতে মন্তব্য করেছেন সুহানার বান্ধবী ও অভিনেত্রী অনন্যা পাণ্ডে। তার উত্তর দিয়েছেন সুহানাও।

ছবিতে নিজের বাড়িতে বই হাতে নিয়ে ফটোশুট করতে দেখা যায় সুহানাকে। বর্তমানে বাবা, মা এবং ভাইয়ের সঙ্গে মান্নাতেই রয়েছেন সুহানা খান।

সুহানা বর্তমানে নিউইয়র্ক ইউনিভার্সিটিতে ফিল্ম স্কুলে পড়ছেন। দ্রুতই বলিউডে পা রাখার সম্ভাবনা আছে তার। তবে বাবা শাহরুখ খান চান আগে পড়ালেখা শেষ করুক সুহানা।