দর্পণ ডেস্ক : ম্যানচেস্টার সিটি ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়াটফোর্ডকে গোল বন্যায় ভাসিয়ে টানা চতুর্থ জয় তুলে নিল। মঙ্গলবার রাতে ওয়াটফোর্ডের মাঠে ম্যাচটিতে ৪-০ গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। আজকের ম্যাচে জোড়া গোল করেন রাহিম স্টার্লিং। অন্য দুই গোলদাতা ফিল ফোডেন ও এমেরিক লাপোর্ত।
খেলতে নেমে ৩১তম মিনিটে গোলের দেখা পায় ম্যানচেস্টার। দলকে এগিয়ে নেন স্টার্লিং। পরে ৩৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন স্টার্লিংই। এরপর ৬৩তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন ফোডেন। দুই মিনিট পর ব্যবধান আরও বাড়ান লাপোর্ত। কেভিন ডে ব্রুইনের ফ্রি কিক থেকে হেডে গোলটি করেন এই ফরাসি ডিফেন্ডার। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে মাঠ ছাড়ে গুয়ার্দিওলার দল।
ইংলিশ প্রিমিয়ার লিগে ৯৩ পয়েন্ট নিয়ে ১ নম্বরে রয়েছে লিভারপুল। ৩৭ ম্যাচে ২৫ জয় ও ৩ ম্যাচ ড্র করেছে সিটি। এতে দলটি ৭৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।