দর্পণ ডেস্ক : ‘গানের রাজা’র ক্ষুদে শিল্পী সিঁথি সরকার প্রথমবারের মতো মৌলিক গান নিয়ে আসছে। তবে সেটি সলো নয়, দ্বৈত। প্রথম গানেই পেয়েছেন সঙ্গীত শিল্পী ইমরানকে। তার সঙ্গে ডুয়েট গানে কন্ঠ দেন সিঁথি। ‘জানি পাবো না’ শিরোনামের এই গানটি লিখেছেন স্নেহাশীষ ঘোষ এবং গানে দ্বৈত কন্ঠ দেয়ার পাশাপাশি গানের সুর ও সঙ্গীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল।

এরই মধ্যে গানটির ভিডিও চিত্রায়নও শেষ। সুন্দর গল্প ও চিত্রায়নে গান ভিডিওতে মডেল হয়েছেন ইমরান মাহমুদুল ও নাদিয়া আফরিন মিম। তাদের পাশাপাশি ভিডিওতে দেখা যাবে ‘গানের রাজা’র সিঁথিকেও। ভিডিওটি পরিচালনা করেছেন সৈকত রেজা।

ইমরান মাহমুদুল বলেন, ‘গানের রাজার যে ৫ জন প্রতিযোগী ছিল তাদের মধ্যে সিঁথির কন্ঠ আমার খুবই পছন্দের। খুব মিষ্টি একটি কণ্ঠ। প্রতিযোগিতা চলাকালীন সময়ে আমি কথা দিয়েছিলাম যে আমি ওর সাথে ডুয়েট গান গাইবো। আমি সেই কথা রেখেছি। ওর কণ্ঠে যে ধরনের গান দারুণ মানায় তেমনই একটি গান তৈরি করেছি। যেমনটা চেয়েছিলাম, সিঁথি তেমনই গেয়েছে। আমি তো বলব, গানটি শ্রোতাপ্রিয়তা পাবে।’

সিঁথি সরকার বলেন, ‘গানের রাজা’ প্লাটফর্মটি আমাকে অনেক কিছু দিয়েছে। সেই থেকে অনেকের অনেক ভালোবাসা পাচ্ছি। প্লাটফর্মটি থেকে বের হওয়ার পর এটি আমার প্রথম মৌলিক গান। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। কিছু ভয় ও নার্ভাসনেস কাজ করছে মনে। তবে আমি অনেক এক্সাইটেড গানটির জন্য। আশা করি সবারই পছন্দ হবে।’

উল্লেখ্য, দেশের ক্ষুদে সঙ্গীত প্রতিভাদের নিয়ে আয়োজিত রিয়্যালিটি শো ‘গানের রাজা’র প্রথম আসরের সেরা পাঁচে থাকা ক্ষুদে শিল্পীদের একজন সিঁথি সরকার। প্রায় ৩৫ হাজার প্রতিযোগীদের পেছনে ফেলে দ্বিতীয় রানারআপ হয়েছিলেন ময়মনসিংহের ছোট্ট মেয়ে। ময়মনসিংহের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়ছে সিঁথি।

ঈদকে সামনে রেখে আগামী ২৪ জুলাই অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি থেকে গানটি ভিডিওসহ প্রকাশ হবে বলে জানা যায়।