অনলাইন ডেস্ক : শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া বলিউড অভিনেত্রী বিপাশার অবস্থা এখন ভালোর দিকে।
মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর মঙ্গলবার বাড়ি ফিরে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একথা জানিয়েছেন তিনি।
টাইমসব অব ইন্ডিয়া বলছে, শ্বাস-প্রশ্বাসজনিত কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল বিপাশাকে। মুম্বাইয়ে হিন্দুজা হেলথকেয়ারে ভর্তি হওয়ার পর সেখানেই তার পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসা চলে। এখন তিনি ভালো আছেন।
বাড়ি ফিরে টুইটারে বিপাশা বলেন, আমার শুভাকাঙক্ষীদের জন্য….ব্যাকটেরিয়ার সংক্রমণে অসুস্থ হয়ে পড়েছিলাম। শিগগিরই পুরোপুরি সুস্থ ও ফিট হয়ে উঠব। একই সঙ্গে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি।
চিকিৎসা শেষে বিপাশার বাড়ির ফেরার তথ্যের সত্যতা নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এক বিবৃতিতে তারা বলেছে, বক্ষে সংক্রমণের কারণে সামান্য অসুস্থ হয়ে পড়েছিলেন বিপাশা। তিনি এখন সুস্থ হয়ে উঠছেন।
বেশ অনেকদিন ধরেই পর্দার আড়ালে রয়েছেন বিপাশা। সম্প্রতি ‘আদাত’ নামের একটি ছবিতে স্বামী করণ সিং গ্রোভারের বিপরীতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।