করোনার কারণে এবার সীমিত পরিসরে বসবে কোরবানির পশুর হাট। অনলাইনে জমে উঠেছে কোরবানির পশুর হাট। পরিবারের সবাইকে নিয়ে বেছে বেছে, দরদাম করে কেনার সুযোগ দিচ্ছে কয়েকটি অনলাইন উদ্যোগ।
ভার্চুয়াল কোরবানির পশুর হাটে নেই দালালদের দৌরাত্ম্য। পশুর বয়স, ওজনসহ ছবি, ভিডিও দেখে রয়েছে কেনাকাটার সুবিধা। অর্ডার দিলেই বাসায় পৌঁছে যাবে কোরবানির পশুটি।
জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় ডটকম, অথবা ডটকম, প্রিয়শপ ডটকম, দেশিগরুবিডি ডট কমসহ বিভিন্ন ওয়েবসাইটে বসেছে ভার্চুয়াল কোরবানির পশুর হাট।