বিশ্ব করোনাভাইরাসের হানায় আজ লন্ডভন্ড। আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিনই বেড়েই চলেছে।বলা হচ্ছে, একবার করোনা আক্রান্ত হলে শরীরে তৈরি হয় অ্যান্টিবডি, যা দিয়ে সংক্রমণ আটকানো সম্ভব। এমন পরিস্থিতিতে ইতালির এক গবেষণায় সামনে এলো আরও ভয়ঙ্কর তথ্য।

কিন্তু ইতালির গবেষকরা বলছেন, করোনা রিপোর্ট নেগেটিভ এলেও আক্রান্তের শরীরে আক্রান্ত হওয়ার দু’‌মাস পরেও দেখা যাচ্ছে নানারকম উপসর্গ।

ইতালির ১৪৩ জন করোনা আক্রান্তের ওপর একটি সমীক্ষা চালিয়েছিলেন গবেষকরা। এই ১৪৩ জন করোনা আক্রান্তের ৯০ শতাংশ আক্রান্ত হওয়ার দু’মাস পরেও শরীরে উপসর্গ নিয়ে ঘুরছেন। তাদের মধ্যে ক্লান্তি রয়েছে, রয়েছে আরও নানারকম শারীরিক সমস্যা। মাত্র ১৩ শতাংশ মানুষ একেবারে করোনা উপসর্গকে শরীর থেকে নির্মূল করতে পেরেছেন।