দর্পণ ডেস্ক : মনোজ প্রামাণিক ও সাদিয়া জাহান প্রভা ভালোবেসে বিয়ে করেন। মনোজ একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। বেশ ভালোই চলছিল তাদের ছোট্ট সংসার।

সদ্য বিবাহিত জীবন আনন্দ আর খুনসুটিতে চলছিল, তখন আরো একটি সুখবর অর্থাৎ প্রভা মা হতে চলেছেন। এমন খবরে খুশিতে আত্মহারা প্রভা। কিন্তু মনোজকে এ খবর জানাতেই গল্প মোড় নেয় অন্যদিকে। এটি বাস্তবের কোনো ঘটনা নয়– এমন গল্প দেখা যাবে ‘টেডি বিয়ার’ শিরোনামের নাটকে।

‘টেডি বিয়ার’ নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন সাদিয়া জাহান প্রভা ও মনোজ প্রামাণিক। এতে তাদেরকে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে।

নাটকটি পরিচালনা করেছেন তরুণ নাট্যনির্মাতা আতিফ আসলাম বাবলু। সম্প্রতি রাজধানীর বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। ঈদুল আজহায় একটি বেসরকারি টেলিভশন চ্যানেলে নাটকটি প্রচার হবে।