অনলাইন ডেস্ক : গাইবান্ধার সাদুল্যাপুরে মাঠে ছাগল বাঁধতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক কিশোরী। গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এই ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় ওই কিশোরী গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পরিবারের অভিযোগ, বুধবার বেলা ১১টার দিকে ওই কিশোরী বাড়ির অদূরে নদীর পার্শ্বের মাঠে ছাগল বাঁধতে যায়। এ সময় নদীর ধারে আগে থেকেই থাকা একই গ্রামের আজম আকন্দের ছেলে সুজন মিয়া মেয়েটির পেছন দিক থেকে ওড়না টেনে খুলে নেয়। তার পর মুখ চেপে ধরে আখখেতে নিয়ে ধর্ষণ করে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.