পর পর চার বার করোনাভাইরাস টেস্ট করানোর পর কোভিড-১৯ পজিটিভ বলে শনাক্ত হয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেয়ার বলসোনারো।

জ্বর ও কাশিসহ সংক্রমণের লক্ষণ দেখা দেবার পর সোমবার চতুর্থবারের মতো করোনাভাইরাস টেস্ট করান প্রেসিডেন্ট বলসোনারো।

এর আগে তিনি বার বার সংক্রমণের ঝুঁকি কমিয়ে দেখানোর চেষ্টা করেন। বলেন, তার “সামান্য ফ্লু হয়েছে, এবং তিনি গুরুতরভাবে আক্রান্ত হবেন না।“

তবে মঙ্গলবার এক টিভি সাক্ষাতকারে মি. বলসোনারো নিজেই তার সংক্রমণের কথা নিশ্চিত করেন।

তিনি অবশ্য বলেন, তার জ্বর এখন কমে যাচ্ছে এবং এখন তিনি ”ভালো বোধ করছেন।“

মি. বলসোনারোর বয়স ৬৫ – তাই তিনি কোভিড-১৯ সংক্রমণের উচ্চ-ঝুঁকিতে আছেন । তবে তিনি বলছেন তিনি হাইড্রক্সিক্লোরোকুইন এবং এজিথ্রোমাইসিন খাচ্ছিলেন । করোনাভাইরাসের চিকিৎসায় এ দুটো ওষুধের কার্যকারিতার কথা বরাবরই বলে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।