অনলাইন ডেস্ক : উইন্ডসর ক্যাসলে স্বপ্নের রাজকীয় বিয়ের পরে তিন সপ্তাহ কেটেছে কি কাটেনি | শুরু হয়ে গেছে জল্পনা | কবে মা হচ্ছেন মেগান মর্কেল ? আবার কবে রাজবংশে আসছে নতুন উত্তরাধিকারী ? প্রথমে জল্পনা শোনা গেছিল‚ হ্যারির সন্তানকে গর্ভে নিয়েই নাকি বিয়ে করেছেন মেগান | পরে জানা যায় ওই রটনা সর্বৈব মিথ্যা ও ভিত্তিহীন | তবে হতোদ্যম হতে নারাজ অনুরাগীরা | সবাই চান যত দ্রুত সম্ভব নতুন অতিথি আসুক ব্রিটিশ রাজপরিবারে |
মেগান বা হ্যারি দুজনের কেউই পরিবার পরিকল্পনা নিয়ে মুখ খোলেননি | তবে মা হতে যে মেগান উন্নাসিক নন‚ এ কথা আগেও এসেছে অন্য প্রসঙ্গে | ২০১৫ সালে এক পত্রিকায় সাক্ষাৎকারে মেগান জানিয়েছিলেন তিনি একটা বহুমূল্য ঘড়ি কিনেছেন | সেটা তিনি যত্ন করে রেখে দিতে চান মেয়ের জন্য | ভবিষ্যতে দেবেন মেয়েকে | ঘড়ির পিছনে খোদাই করিয়েছেন “‘To M.M. From M.M.” | অর্থাৎ নিজেই নিজেকে উপহার দিয়েছেন মেগান |
নিজেকে দেওয়া সাধের ওই উপহার পরে মেয়েকে দিতে চান মেগান | জানিয়েছিলেন বছর তিনেক আগেই | যখন তিনি রাজবধূ হননি | এখন এটাই দেখার তাঁর ইচ্ছে পূরণ হয় কিনা |