দর্পণ ডেস্ক : ২৪ দিন পর নিউজিল্যান্ডে দু’জনের দেহে কোভিড-১৯ ভাইরাস ধরা পড়েছে। তারা দু’জনই যুক্তরাজ্য থেকে নিউজিল্যান্ড গেছেন। মঙ্গলবার নিউজিল্যান্ডের স্বাস্থ্য বিভাগের কর্মীরা এ তথ্য নিশ্চিত করেন।

এরপরই দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেন, ‘‘বোঝাই যাচ্ছে, ভুলটা আমাদের। এটা মেনে নেওয়া যায় না। আগামী দিনে যাতে এমনটা না-ঘটে, তা নিশ্চিত করতেই হবে।’’

আরডার্ন বলেন, ‘‘শুরু থেকে সীমান্তে কড়া নজরদারি চালিয়েই সাফল্য পেয়েছি। সেই কারণেই বিদেশ থেকে যারা ফিরছেন, তাদের সরকারি নির্দেশনা মানতেই হবে।’’

করোনা প্রতিরোধে বিশ্বের অন্যতম সফল দেশ নিউজিল্যান্ড। লকডাউন তুলে নিয়ে স্বাভাবিক জীবনযাপনে ফিরেছে দেশটি