দর্পণ ডেস্ক : এই ‘তামাশা’র জন্যই কত কী করা হলো। এক গান প্রকাশ করতে গিয়ে নানা রকম তামাশার আশ্রয় নিয়েছেন সারেগামাপা প্রতিযোগিতা থেকে উঠে আসা নোবেল। শুরুতেই নেতিবাচকভাবে নতুন এই গানের প্রমোশন শুরু করেন। এজন্য দেশের লিজন্ডে শিল্পীদের ছোট করতেও ছাড়েননি তিনি।

এ গানের প্রমোশনের সূত্র ধরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে ফেসবুকে নেতিবাচক মন্তব্য করেন। এজন্য নোবেলের বিরুদ্ধে মামলাও হয়েছে ভারতে। দেশটিতে যাওয়া মাত্রই গ্রেপ্তার হবেন বলে জানানো হয়েছে।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে নোবেল জানিয়েছেন এসবই তিনি করেছেন তার প্রকাশের অপেক্ষায় থাকা ‘তামাশা’ শিরোনামের গানের প্রচারের স্বার্থে।

অবশেষে রোববার সকালে এই গান প্রকাশিত হয়েছে। ‘নোবেল ম্যান’ ইউটিউবে প্রকাশিত এই গানে ৭ ঘণ্টায় ডিসলাইকের বন্যায় ভাসিয়ে দিয়েছে শ্রোতারা। এছাড়া গণহারে কটু মন্তব্য তো আছেই। প্রকাশিত গানে এখন পর্যন্ত লাইক পড়েছে ১৬ হাজার আর ডিসলাইক ৭১ হাজার।

তামাশা গানটি হিট করার জন্য নোবেল কয়েকদিন আগে যে বাজে পলিসি নিয়েছিলেন- সেটার পরিপ্রেক্ষিতেই এ অবস্থা হয়েছে বলে মনে করছেন সঙ্গীত সংশ্লিষ্টরা।
নোবেলের এই তামাশা গানের মডেল তারই স্ত্রী মেহরুবা সালসাবিল।