দর্পণ ডেস্ক : রাজধানীতে চার শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের একাদশে ভর্তি স্থগিত করা হয়েছে। করোনা পরিস্থিতির কারণে অন্যান্য কলেজের ভর্তি প্রক্রিয়ার সঙ্গে এবার ক্যাথলিক চার্চ পরিচালিত চার কলেজে ভর্তি প্রক্রিয়াও বন্ধ থাকবে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হল- নটরডেম কলেজ, হলিক্রস কলেজ, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও সেন্ট গ্রেগরীজ হাই স্কুল অ্যান্ড কলেজ। বুধবার ঢাকা শিক্ষা বোর্ড থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
এর আগে, গত ২ জুন ওই চার শিক্ষাপ্রতিষ্ঠানকে ২০ জুনের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার অনুমতি দেয়া হয়। ভর্তির অনুমতি দেয়ার পরদিনই তা স্থগিতের আদেশ জারি করে ঢাকা শিক্ষা বোর্ড।
গত ৩১ মে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ফলাফলের ভিত্তিতে সারাদেশে কলেজগুলোতে একাদশ শ্রেণিতে অনলাইনে শিক্ষার্থী ভর্তি করানো হলেও এই চারটি প্রতিষ্ঠান নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করে আসছে।