দর্পণ ডেস্ক : ফেসবুকে এক লাইভ ভিডিওতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল প্যাসিনিয়ান বলেন, আমার শরীরে কোনো ধরনের উপসর্গ দেখা দেয়নি। তবুও আমি পরীক্ষা-নিরীক্ষার সিদ্ধান্ত নিয়েছি।

এই প্রধানমন্ত্রী জানিয়েছেন যে, তিনি এবং তার পুরো পরিবার নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। সে সময়ই তিনি নিজের এবং পরিবারের সদস্যদের করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন।

দেশটিতে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ৫ হাজার ৮৬১টি। অপরদিকে ১০ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক। দেশটির প্রধানমন্ত্রী এবং তার পরিবারের সদস্যদের করোনায় আক্রান্তের বিষয়টি বেশ উদ্বেগজনক।

আর্মেনিয়ার মোট জনসংখ্যা ৩০ লাখ। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৯ হাজার ৪০২ জন। এর মধ্যে মারা গেছে ১৩৯ জন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১২০ জন এবং মারা গেছে আরও ৮ জন। ইতোমধ্যেই সেখানে সুস্থ হয়ে উঠেছে ৩ হাজার ৪০২ জন। ওয়েবসাইট