দিবাকর সরকার, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় গত ১৭ মে রবিবার রাতে মোটর সাইকেল দূর্ঘটনায় তিলক পাল (২৮) ও সুমন (১৮) নামে দু’জনের মৃত্যু হয়েছে । রবিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী গ্রামে এ দূর্ঘটনা ঘটে। এসময় তানজিল (২৪) নামে অপর এক যুবক গুরুতর আহত হয়েছে। সে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে তারা তিনজন একই মোটরসাইকেলে করে উপজেলার বাবলাতলা বাজার থেকে ব্যবসা সংক্রান্ত বিষয়ে কাজ শেষে কলাপাড়ায় আসার পথে তুলাতলী নামক স্থানে মোটর সাইকেলটির সামনের চাকার টিউব ফেঁটে যায় । এতে রাস্তার পাশে থাকা তালগাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালনাকারী তিলক পাল মারা যায় । অপর দুজন সুমন ও তানজিলকে আশংকাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্্ের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। পথিমধ্যে সুমনের মৃত্যু হয় । চিকিৎসাধীন তানজিলের অবস্থাও আশঙ্কাজনক।