মাশরাফির ব্রেসলেট নিলামের অর্থ ব্যয় হবে দুস্থদের জন্য

দর্পণ ডেস্ক : ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজার ব্যবহার করা রূপার ব্রেসলেট নিলামের অর্থ নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মাধ্যমে করোনায় কর্মহীন হয়ে পড়া দুস্থ মানুষের জন্য ব্যয় করা হবে। জাতীয় ক্রিকেট দলে অভিষেকের পর থেকে এই ব্রেসলেটটি সব সময় হাতে থাকতো মাশরাফির।

‘মাশরাফি’ নামাংকিত ব্রেসলেটটি হাতে পরেই যেন প্রতিপক্ষের ওপর দোর্দন্ড প্রতাপের সঙ্গে বল করে উইকেট শিকার করে দল ও দেশকে জিতিয়েছেন মাশরাফি। দীর্ঘ ১৮ বছরে মাশরাফির সুখ-দুঃখের অবিচ্ছেদ্য সঙ্গী এই ব্রেসলেটটি রোববার রাত সাড়ে ১০টায় নিলামে উঠে।

নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক বলেন, বাংলাদেশ জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের সফল অধিনায়ক ও ফাউন্ডেশনের চেয়ারম্যান মাশরাফি বিন মর্তুজা এমপি জানিয়েছেন, ব্রেসলেট নিলামের প্রাপ্ত অর্থ নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনে অনুদান হিসেবে দেবেন। এ অর্থ করোনাকালে দেশের দুস্থ মানুষের জন্য ব্যয় করা হবে।